গাজীপুরের সাত পোশাক শিল্প কারখানায় ১০জন করোনা ভাইরাসে আক্রান্ত । 314 0
গাজীপুরের সাত পোশাক শিল্প কারখানায় ১০জন করোনা ভাইরাসে আক্রান্ত ।
গাজীপুরে সাত পোশাক কারখানায় ১০ শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার তিনি বলেন, আক্রান্ত তিনজন শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন। আর ছয়জন হোম আইসোলেশনে রয়েছেন।
তিনি জানান, শুক্রবার পাওয়া তথ্যানুযায়ী, বাঘেরবাজার এলাকার দুই কারখানার তিন নারী শ্রমিকসহ চারজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। চারজনেরই বাড়ি সুনামগঞ্জ জেলায়।
টঙ্গীর আউচপাড়া এলাকার একটি কারখানার একজন পুরুষ (২৮) ও একজন নারী (২১) করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের দু-জনের বাড়ি ময়মনসিংহ জেলায় ।এ ছাড়া জিএমপির গাছা থানার বড়বাড়ি এলাকা, সাইনবোর্ড, টঙ্গীর মুদাফা ও জয়দেবপুরের নতুন বাজারে একজন করে পুরুষ শ্রমিক পজিটিভ শনাক্ত হয়েছেন।তাদের বাড়ি যথাক্রমে লালমনিরহাট, রংপুর, টঙ্গী ও জয়পুরহাট জেলায়।গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, শনাক্ত ছয় পোশাক শ্রমিক হোম আইসোলেশনে রয়েছেন। শনাক্ত দুই শ্রমিকের নমুনা পরীক্ষা গাজীপুরে হয়েছে। অন্য চারজন তাদের নিজ জেলায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন।